স্টিং অপারেশন এবং নানা কেলেঙ্কারির মধ্যে দিয়ে চলেছে বাংলার ঘোলা রাজনীতির আঙিনা । কিন্তু একটা দুর্ঘটনা কি শাসক দলের দ্বিতীয়বার নির্বাচিত হয়ে আসার আত্মবিশ্বাসকে প্রশ্নের সামনে দাঁড় করাতে পারে ? কলকাতার গিরীশ পার্ক অঞ্চলে ভেঙে পড়া নির্মীয়মাণ ফ্লাইওভারের অংশটিকে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যতের রূপক হিসেবে দেখা একটি কাঙ্ক্ষিত ভাবনা হতে পারে , কিন্তু এই বিপর্যয় সিপিএম কংগ্রেস বিজেপি ত্রয়ীকে টিএমসির উপর আরেকবার ঝাঁপিয়ে পড়ার সুযোগ দিয়েছে । এমন নয় যে , এই ঘটনা মুখ্যমন্ত্রী মমতা ব্যানারজির স্বাভাবিক প্রত্যয়ী লড়াকু মুখে একটি ভাঁজও ফেলতে পেরেছে ; তবু তিনি আত্মপক্ষ সামাল দিতে , ব্রিজের নির্মাণসংস্থার শাস্তির প্রতিশ্রুতি দিতে এবং একুশ জন (এই লেখা তৈরি হওয়া অবধি) নিহত এবং অসংখ্য আহতকে ক্ষতিপূরণের আশ্বাস দিতে কলকাতার বাইরে থেকে ছুটে এসেছেন ।